জামালপুরপ্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ শিশু ইয়াসিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ঝালরচর এলাকার জিঞ্জিরাম নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার বিকেলে মায়ের সাথে বেরিয়ে নিখোঁজ হয় শিশু ইয়াসিন। ইয়াসিন ওই গ্রামের ছাহামত আলীর ছেলে।
নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিশু ইয়াসিন মায়ের সাথে নদী তীরবর্তী বেগুন খেতে যায়। মা খেতের পরিচর্যার ব্যস্থ থাকার কোন এক সময়ে শিশু ইয়াসিন খেতের পাশে জিঞ্জিরাম নদীতে পরে যায়। বিষয়টি টের পেয়ে মা চিৎকার চেচামেচি করলে স্থানীয়রা জড়ো হন এবং বিষয়টি দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস কে জানায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল আনুমানিক ৩টা থেকে ৫.৩০ পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করতে পারেনি।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, গতকাল বৃহস্পতিবার অসতর্কতাবশত শিশুটি নদীতে পরে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে শিশুটিকে উদ্ধার করা যায়নি আজ মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।