সেলিম মাহবুব,সিলেট:
প্রতিযোগিতায় প্রতিযোগীর ভুমিকায় নিজেকে দাঁড় করানো যার অভ্যাসে পরিনত হয়েছে, স্কুল, পৌরসভা, উপজেলা, জেলা এবং বিভাগীয় গন্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করা ছাতকের সেঁজুতি
তরফদার হৃদি আবারো শ্রেষ্ঠত্বে তালিকায় নিজের নাম লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছে। বার-বার শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে। ছাতক তথা সুনামগঞ্জ জেলার সুনাম কুঁড়িয়ে আনা হৃদি এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত “শিল্পকলা প্রতিযোগিতা ২০২৪” এর সুনামগঞ্জ জেলা পর্যায়ে আবৃত্তিতে প্রথম হয়ে সরাসরি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করা যোগ্যতা অর্জন করেছে। ছাতকের গর্ব সেঁজুতি তরফদার হৃদি ছাতক শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক তপন তরফদারের একমাত্র কন্যা এবং ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সদস্য। তার সফলতার ধারা অব্যাহত রাখতে হৃদি সকলের আশীর্বাদ ও দোয়া প্রার্থী। ##