নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে অসচ্ছল জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ইউনিয়নের ২২টি গ্রামের অসচ্ছল ১৭৯জন(জেলেদের চাল) কার্ডধারী জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হয়।
জানা যায়, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ আহরণ থেকে বিরত থাকায় অসচ্ছল জেলেদের মাঝে উপজেলা প্রশাসন কর্তৃক এ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন- পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ নজরুল ইসলাম, ইউপি সদস্য কুলছুম বেগম, শাহনাজ বেগম প্রমুখ। পিংনা ইউপি সচিব মোমিনুল ইসলামের তত্ত্বাবধানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ইফাত হোসেন।
অপরদিকে ৫৭ জন কার্ডধারী জেলে চাউল না পেয়ে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ১৭৯ জন তালিকাভুক্ত কার্ডধারী জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন- সরকারের বরাদ্দ স্বল্পতার কারণে বাকী কার্ডধারীদের তালিকায় নাম না থাকা ও বরাদ্দ না থাকার কারণে তাদের চাল দেওয়া সম্ভব হয়নি। সরকার যদি বরাদ্দ দেয় তবে ২য় পর্যায়ে বাকী কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হবে।