মাহবুবুর রহমান জিলানী ,গাজীপুর
পীরানে পীর দস্তগীর হযরত মাওলানা শাহ সূফী ইলিয়াস শাহ (রহ:) গুলবদনী হুজুর পাকের একনিষ্ঠ ভক্ত বিন্দু সাধক পাগল বাবা হযরত মোহাম্মদ কাজী হানিফ শাহ (রহ:) হুজুর পাকের ৩২ তম পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষে পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (২৭ অক্টোবর ) রাতে টঙ্গীর সাতাঁইশ গুটিয়া নগর মাজার শরীফে কাজী হানিফ শাহ হুজুরের ছেলে পীরজ্বাদা কাজী মো. ফিরোজ শাহর উদ্যোগে পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।এ সময় গাসিক ৫২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও পীরজ্বাদা কাজী মো. ফিরোজ শাহ এর পরিচালনায় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আসাদুজ্জামান নূর, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ এস্কান্দার হাবিব,সেলিম কাজলসহ অসংখ্য ভক্তবৃন্দ। ওরশ মোবারকে গান পরিবেশন করেন দেশের সুনামধন্য বাউল শিল্পী কাজল দেওয়ান ও আরিফ দেওয়ান । ওরশ চলাকালীন সময়ে সারারাত দূর থেকে আসা ভক্তবৃন্দের জন্য তবারকের ব্যবস্থা করা হয়।