1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছাতকে আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান গ্রেফতার ডোমার থানার এসআই-এর বিরুদ্ধে মৃত ব্যক্তির পরিবারের কাছে টাকা নেয়ার অভিযোগ ঢাকা টু সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন তাত বোর্ড শিক্ষার্থীরা। ডোমার মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগমের অপসারণের দাবীতে বিক্ষোভ ডোমারে ফ্রি মেডিকেল ক্যাম্পে: দুই শতাধিক অসহায় মানুষেরা পেল চিকিৎসা সেবা নেতার আশ্বাস ছাতকে শুরু “অপারেশন ডেভিল হান্ট” যুবলীগ নেতা গ্রেফতার ছাতকে থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলায় ১ জন ও সিআর মামলার ২ জন আসামী গ্রেফতার যমুনা সার কারখানা চালুতে অপেক্ষা শুধু গ্যাসের মাদক-জুয়া-চাঁদাবাজি-সন্ত্রাস, অর্থ ও নারী কেলেঙ্কারীর গড ফাদার দিগপাইতের কু-খ্যাত আ’লীগ নেতা মিজান চেয়ারম্যান

অভিযোগ যেন অভিযুগের কারণ না হয়

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে

কামরুল হাসান:

অভি শব্দটি অব্যয় পদ। এটি উপসর্গও বটে। এর অর্থ সাদৃশ্য। আবার অভিযোগ শব্দটি বিশেষণ পদ। এর অর্থ নালিশ। অপরদিকে যুগ শব্দটি সংস্কৃত শব্দ। অভিযোগ শব্দটি বিশেষণ পদ। এটি উপসর্গযুক্ত শব্দ বটে। অভিযুগের অর্থ যুগ সাদৃশ্য। মানে দিন ও সময়ের হিসাব বা বারো বছরের সমষ্টি বা আমল।
অতি সম্প্রতি একটি মহলের পক্ষ থেকে জামালপুরের সরষিাবাড়ি উপজলোর ৬০নং ভাটারা সরকারি প্রাথমকি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শক্ষিক মাজদো খাতুনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগ উঠেছে। মহলটি এ সব অভিযোগ সম্বলিত তথ্য নানা মাধ্যমে বিভিন্ন ব্যক্তিসহ দপ্তরে ছড়িয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্তাব্যক্তিগন তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিবেন এমনটাই সচেতন মহলের কাম্য। কারণ, এখন সময় চলছে বিশেষ মহল বা ব্যক্তিদের প্রতি অভিযোগ তোলার। বিষয়টা এমন যেন ইচ্ছা করলেই যে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে পারে। আর অভিযোগ উত্থাপন করতে পারলেই শাস্তিটা নিশ্চিত!
অভিযোগে জানা যায়, ২০২৩-২০২৪ র্অথ বছরে বদ্যিালয়টির সংস্কার কাজরে জন্য উপজলো প্রাথমকি শক্ষিা অফসিরে মাধ্যমে ২ লক্ষ টাকা বরাদ্দ দেয় শিক্ষা অধিদপ্তর। কন্তিু বদ্যিালয়রে ভারপ্রাপ্ত প্রধান শক্ষিক মাজদো খাতুন সর্ম্পূণ টাকা নজিরে ব্যক্তগিত কাজে ব্যয় করনে।এছাড়াও ২০২৪ র্অথ বছরে বদ্যিালয়রে সৌর্ন্দযবৃদ্ধরি জন্য দুই ধাপে মোট ৫৫ হাজার টাকার র্অথ বরাদ্দ দেয়া হয়েছে। ওই টাকা পয়েে প্রধান শিক্ষক নজিরে বাড়ীতে ইটরে ঘররে রং করেন। তার অবশষ্টি রং বদ্যিালয়রে বারান্দায় ব্যবহার করনে।বদ্যিালয়রে পুরাতন ভবনে থাকা লোহা-কাঠ, রড, বেঞ্চ, টবেলি ও চয়োর বক্রিি করনে।পাশাপাশি ওয়াস বøকের দরজা,জানালা,কঁেচি গটে,মটর ও পানরি ট্যাঙ্কও বক্রিি করনে। রাতরে আধারে ১১ হাজার টাকায় বদ্যিালয়রে মজুত পুরাতন বই বক্রিি করনে। ভূয়া প্রত্যয়ন পত্র বক্রিি করনে ১৫০০-১৭০০ টাকার ।বদ্যিালয়টতিে কোন পুরুষ শক্ষিক না থাকায় নজিরে সম্পত্তি বানয়িে ফলেছেনে।তার আচার-আচরণে সকল শিক্ষকই অতষ্ঠি।অভিভাবক মহলও অনেকটা ক্ষপো। ফলে তারা ছাত্র-ছাত্রীদের অন্য প্রাইভেট প্রতষ্ঠিানে র্ভতি করাতে বাধ্য হচ্ছ।েএভাবে চলতে থাকলে এক সময় বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রীর সঙ্কট দখো দবি।ে তাই এলাকাবাসী বদ্যিালয়টরি অভিযুক্ত বষিয়গুলোর সঠকি তদন্ত পূর্বক সমাধান চায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের এটিইও মোস্তাফিজুর রহমান জানান, তিনি খোঁজ নিয়ে অভিযোগগুলোর সত্যতা পান নি। তিনি আরও জানান, প্রকল্প সংশ্লিষ্ট পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন থেকে সব কিছুর নজরদারি সব কিছুতে তিনি জড়িত। তাই অভিযোগের ওইসব বিষয়গুলো অবাস্তব। এছাড়া বদ্যিালয়রে পুরাতন ভবনে থাকা লোহা-কাঠ, রড, বেঞ্চ, টবেলি ও চয়োর বক্রিরি বিষয়টির পাশাপাশি ওয়াস বøকের দরজা,জানালা,কঁেচি গটে,মটর ও পানরি ট্যাঙ্কও বক্রিি করাও সম্পূর্ণ মিথ্যা। কারণ বিষয়টি হলো- তা যথাযথ নিয়মে অকশনে বিক্রি করা হয়েছে। বিক্রিত অর্থ নির্দিষ্ট হিসাবে জমাও হয়েছে। উপজলো শক্ষিা অফসিার নাহিদা ইয়াসমিন জানয়িছেনে, সু-নির্দিষ্ট কোন অভযিোগকারী নেই। যথাযথভাবে অভিযোগ পলেে তদন্ত করে সঠকি সদ্ধিান্ত নবিনে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট