জামালপুর প্রতিনিধি
জামালপুরে ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শহরের বসাকপাড়া এলাকা থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করে।
জামালপুর মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম কিবরিয়া মহসিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফারদিন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামপুর-জামালপুর শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ
টেকনোলজির শিক্ষার্থী তাসনীম কবির, কৌশিক সূত্রধর, মাহদি হাসান মেরাজ, তাসনোবা তারীন, সিনথিয়া, জামালপুর জেনারেল হাসপাতাল ফার্মাসিস্ট মোবারক হোসাইন, রেডিওলজিস্ট আবু সাঈদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমরা অতিদ্রুত আমাদের ৬ দফা দাবি বাস্তবায়ন চাই। দাবিগুলো হলো- স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে। ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান করে WHO এর আনুপাতিক হারে পদ সৃজন করে দ্রুত নিয়োগ বাবস্থাসহ অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নত্তির নিয়ম বহাল রেখে স্টান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। ঢাকা আইএইচটি কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিটি শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে। মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন কারন প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। বি ফার্মসহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ইসলামপুর- জামালপুর শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।