নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে অসচ্ছল জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে
ইউনিয়নের ৩০টি গ্রামের অসচ্ছল ৩৭৫ জন ভিজিএফ কার্ডধারী জেলেদের মাঝে এ চাল বিতরণ করা হয়।
জানা যায়, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ আহরণ থেকে বিরত থাকায় অসচ্ছল জেলেদের মাঝে উপজেলা প্রশাসন কর্তৃক এ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা চান মিয়া চানু, মামুনুর রশীদ ফকির, রাশেদুল ইসলাম রন্জু, বিশিষ্ট সার ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম বাবুল, ইউপি সদস্য আমির হোসেন মনো, মোস্তাফিজুর রহমান সোনা, আফজাল হোসেন, মোবারক হোসেন, লাল মিয়া,শামসুল হক,নুরী বেগম, কহিনুর বেগম, শাহনাজ বেগম প্রমুখ। পোগলদিঘা ইউপি সচিব রফিকুল ইসলামের তত্ত্বাবধানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ।