সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
সুনামগঞ্জে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার দায়ের করা মামলায়।
দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানাগেছে। তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈনগাও গ্রামের মৃত আকবর আলীর পুত্র। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।##