জামালপুর প্রতিনিধি :
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সাধারণ অনুষ্ঠিত হয়।
জামালপুর জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ জামালপুর জেলা ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অনেক ত্যাগ-তীতিক্ষা,দীর্ঘ আন্দোলন -সংগ্রাম ও বহু প্রাণের বিনিময়ে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন আমাদের আইনজীবীদের দায়িত্ব আরও অনেক বেড়ে গিয়েছে। দেশে একটি সুস্থ ও নিরেপক্ষ নির্বাচন করতে হলে আইনজীবীদের সংঘবদ্ধ হয়ে দেশের মানুষকে সচেতন করে তুলতে নিরলসভাবে কাজ করতে হবে। সেই সাথে সামনের আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে পূর্ণাঙ্গ প্যানেলে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল আলমের সঞ্চালনায় উপস্থিতি ছিলেন এডঃ আমান ফেরদৌস, এডঃ দিলরুবা -সহ অনেক আইনজীবী।