সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ
দিরাইয়ে কবি নাইমুল হক(৪৮) হত্যা মামলার দুইজন আসামী কে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টন থানার শান্তিনগর এলাকা থেকে মহিম উদ্দিন (৫০) ও আনহার মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্র জানায় গত ৪ অক্টোবর দিরাই উপজেলার মাতারগাঁও গ্রামে জমির দখল নিয়ে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নাইমুল হক নিহত হন। জমির মালিকানা নিয়ে মকবুল লন্ডনী ও দারা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন লোক আহত হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আসামী দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।##