নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ী উপজেলার বয়ড়া হাটে শনিবার সবজি বাজারে প্রতি কেজি আলু ৭০, পটল ৬০, পেয়াজ ১২০, মুখি ৭০, বেগুন ৮০, রসুন ২৪০, করলা ৮০, কাঁচা মরিচ ৩২০, আদা ২০০, লাউ ছোট ৭০ বড় ১২০, লতা ৫০, ফুলকপি ১০০, মুলা শাক ৫০, লাল শাক ৭০, পুঁই শাক ৪০, হদ ৮০, পেঁপে ২৫, ঝিঙ্গা ৮০ টাকায় বিক্রি করছে সবজি বিক্রেতারা। সাধারণ ক্রেতাগণের দাবী, নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা থাকলে আরো কম দামে সবজি কেনা যাবে।