জামালপুর প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় কুরবান আলী (৫০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের খানপাড়া মোড় এলাকার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুজ্জামান।
নিহত কুরবান আলী মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের মৃত কাদু মিয়ার ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক গণমুক্তির ইসলামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুরবান আলী জামালপুর শহর থেকে পত্রিকা নিয়ে ইসলামপুরের দিকে যাচ্ছিলো। মেলান্দহ উপজেলার খানপাড়া এলাকায় (মেলান্দহ-ইসলামপুর) মহাসড়কে মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলার সময় ইসলামপুর হতে মেলান্দহ গামী একটি মাহিন্দ্র ট্রাক্টর ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুজ্জামান বলেন, মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় সাংবাদিকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন।