জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জের নাশকতার মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ ও বকশীগঞ্জের ১ আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানা পুলিশ গত বুধবার ভোর রাতে উপজেলার আদারভিটা ইউনিয়নের বিভিন্নস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন যুবলীগের ১নং ওয়ার্ডের সভাপতি, রফিকুল ইসলাম ( ৪২), আদারভিটা ইউনিয়নের ২নং ওয়ার্ড আ.লীগের সাংগঠিনক সম্পাদক জামিউল উদ্দিন ( ৪৮), ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলু শেখ ( ৪৫)। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে পাঠানো হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বাদী হয়ে সম্প্রতি একটি নাশকতার মামলা দায়ের করে। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের আজ বুধবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক
সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইসমাইল হোসেন সিরাজীকে গ্রেফতার করেছে পুলিশ। বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আজ কোর্টে প্রেরণ করা হয়েছে। এ ধরনের গ্রেপ্তার অব্যাহত থাকবে।