1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছাতকের ইসলামপুর ইউনিয়নে কৃষকদলের নতুন কমিটি গঠন   ছাতকে উপজেলা ও পৌর খেলাফত মজলিসের উদ্যোগে কর্মী সমাবেশ  শেখ হাসিনা এবং তার দোসররা দেশের সম্পদ ও হাজার-হাজার কোটি টাকা লুঠ করে বিদেশে পাচার করেছে—সাবেক এমপি মিলন  রাজশাহী বিভাগীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন এর কার্ড বিতরণ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। সরিষাবাড়িতে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার  দৃষ্টিভ্রম নাকি অদৃষ্ট জামালপুরে শ্বাসরোধ করে  স্ত্রীকে হত্যা  স্বামীর মৃত্যুদন্ডাদেশ শিল্পকলা প্রতিযোগিতায় আবৃতিতে জেলার শ্রেষ্ঠ ছাতকের হৃদি তরফদার মৌলভীবাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ‘বিনা লাভের বাজারে’ ক্রেতাদের ভিড় ও মুখে হাসি

রেখিরপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশী ভূমি অন্যত্র বিক্রির বায়না গ্রহণ।। বাদীকে উচ্ছেদের হুমকি

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রেখিরপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশী ভূমি অন্যত্র বিক্রি করার জন্য বায়না গ্রহণ করেছেন নঈম জাহাঙ্গীর। এছাড়াও বাদীকে ওই জমি থেকে উচ্ছেদের হুমকি দিয়েছেন। সহজে জমি ছেড়ে না দিলে বহিরাগত লাঠিয়াল বাহিনী দিয়ে মারধর করে জমি থেকে উচ্ছেদ করার হুমকি দিয়েছেন। মামলা সূত্রে জানা যায়, রেখিরপাড়া গ্রামের মৃত বছির উদ্দিন আহাম্মদের পুত্র নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ওরফে নঈম জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতিকার চেয়ে তারই আপন ভাগ্নে জিয়াউর রাফি মেলান্দহ বিজ্ঞ সহকারী জজ আদালত জামালপুর, তার ক্রয়কৃত জমি আদালতের মাধ্যমে রেজিস্ট্রি চেয়ে গত ০৬/১০/২৪ইং তারিখে (নং-২৬৬) মামলা দায়ের করেছেন। বাদীপক্ষ উপরোক্ত মামলা দায়ের করার ফলে ১নং বিবাদী মামা নঈম জাহাঙ্গীর আরো অধিক মাত্রায় ক্ষিপ্ত হয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে বাদীপক্ষকে নালিশী ভূমি থেকে উচ্ছেদ করে জমি অন্যত্র বিক্রি করার জন্য পাঁয়তারা করছেন।
মামলা সূত্রে জানা গেছে, বিআরএস রেকর্ডে বছির উদ্দিন আহাম্মদ বিগত ২৮/১১/৯০ইং তারিখে মেলান্দহ সাব-রেজিস্ট্রি অফিসে ৮০৭৪ নং দলিল মূলে উপরোক্ত বিবাদী ও হারুনুর রশিদ গংদের নিকট হস্তান্তর করেন। অতঃপর হারুনুর রশিদের নিকট হতে গত ০৭/০৪/২০১৯ইং তারিখে মেলান্দহ সাব রেজিষ্ট্রি অফিসে জিয়াউর রাফির মাতা জিন্নাত মহল বরাবর হস্তান্তর করেন। এরপর থেকে ওই জমিতে তারা পরিবার-পরিজন নিয়ে আজ পর্যন্ত বসবাস করে আসছে। বিআরএস রেকর্ড ২৩২নং খতিয়ানে বিআরএস ৫৬২ নং দাগে ৫৪ শতাংশ জমি রয়েছে।
আরো জানা যায়, বিভিন্ন লোকের নিকট থেকে টাকা ঋণ নেওয়ায় নঈম জাহাঙ্গীরের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ঋণ দাতারা মোকাদ্দমা করলে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে রায় প্রদান করেন। একই সাথে ঋণের টাকা পরিশোধের আদেশ দেন। ঋণের টাকা পরিশোধের জন্য মামা নঈম জাহাঙ্গীর ভাগ্নে জিয়াউর রাফির বসতবাড়ি সংলগ্ন দলিলপ্রাপ্ত ভূমি ভাগ্নের নিকট বিক্রি করার কথা বলে। ভাগ্নে সরলমনে বিশ্বাস করে মামার অংশের ১৮ শতাংশ জমির মূল্য বাবদ ৯ লাখ ৭৫ হাজার টাকা বিগত ২৬/১১/২০২২ইং তারিখে জিয়াউর রাফির বসতবাড়িতে সাক্ষীগণের মোকাবেলায় প্রদান করেন। উক্ত নালিশী ভূমির সাথে জিয়াউর রাফির পাকা বসতবাড়ি বিদ্যমান থাকায় বাড়ি সংলগ্ন ভূমি বিধায় জিয়াউর রাফি বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে উক্ত ভূমি ক্রয় করেন।
এরপর মামা তার জমির অংশ ভাগ্নে জিয়াউর রাফিকে বুঝিয়ে দেয়ার পর থেকে দীর্ঘদিন ধরে তিনি ভোগদখল করে আসছেন। এ অবস্থায় দীর্ঘদিন অতিবাহিত হবার পর ভাগ্নে জিয়াউর রাফি বিআরএস ২৩২নং খতিয়ানে বিআরএস ৫৬২নং দাগের ১৮ শতাংশ জমি মামা নঈম জাহাঙ্গীরকে রেজিষ্ট্রি করে দিতে বললে দেই-দিচ্ছি বলে টালবাহানা ও চালাক-চতুরি করে সময় অতিবাহিত করতে থাকে। এক পর্যায়ে নঈম জাহাঙ্গীরকে পারিবারিকভাবে জমি রেজিষ্ট্রি করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করলে জমা-খারিজ না থাকায় ভাগ্নে জিয়াউর রাফি বরাবর সাব-কওলা দলিল করে দেয়া সম্ভব হচ্ছে না বলে জানান। পরে জমা-খারিজ পাওয়ার পর জমি রেজিস্ট্রি করে দিবে বলে প্রতিশ্র“তি দেন। এ অবস্থায় গত ২৮/০৮/২০২৪ইং তারিখে অনলাইন জমা খারিজও করা হয়। মামা নঈম জাহাঙ্গীর জমা খারিজ করে নেয়ার পর ওই জমি রেজিষ্ট্রি করে দিতে বললে দেই-দিচ্ছি বলে আবারো সময় অতিবাহিত করতে থাকেন।
অপরদিকে তিনি জমির জমা-খারিজ করার পর গোপনে জমি অন্যত্র বিক্রি করার পাঁয়তারা শুরু করেন। মামা নঈম জাহাঙ্গীর তার ভাগ্নের নিকট হতে জমির ন্যায্য মূল্যের সর্বসাকুল্য টাকা গ্রহণ করার পরেও জমি রেজিষ্ট্রি করে না দিয়ে ভূমি অন্যত্র বিক্রি করার জন্য বায়নার টাকা গ্রহণ করেছেন। একই সাথে গোপনে রেজিষ্ট্রি করে দেয়ার পাঁয়তারা চালাচ্ছে।
এদিকে ভাগ্নে জিয়াউর রাফির কাছ থেকে নেয়া জমির মূল্য ৯ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে মামা নঈম জাহাঙ্গীর নতুন করে অন্যত্র বিক্রি করার পাঁয়তারা করতে থাকায় তিনি বিপাকে পড়ে যান। পরে বাধ্য হয়ে জিয়াউর রাফি জমিটি রেজিস্ট্রি পেতে বিজ্ঞ সহকারী জজ আদালত মেলান্দহ, জামালপুরে মোকদ্দমা দায়ের করেন।
জানা গেছে, উক্ত জমি বিক্রি না করতে আদালতে মামলা দায়ের করলে নঈম জাহাঙ্গীরসহ সাব-রেজিস্ট্রার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। অস্থায়ী নিষেধাজ্ঞায় বলা হয়েছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নঈম জাহাঙ্গীর কোনভাবেই তাঁর জমি বিক্রি করতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট