জামালপুর প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি দেওয়ানগঞ্জ স্টেশনে প্রবেশ করে। পরে ইঞ্জিনটিকে রক্ষণাবেক্ষণের জন্য স্টেশনের লোকশেডে নেওয়ার পথে ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়। এদিকে ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় যথাসময়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি ট্রেনটি। এতে করে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
দেওয়ানগঞ্জ স্টেশনমাস্টার আব্দুল বাতেন বলেন, ‘স্টেশনের লোকশেডে নেওয়ার সময় কমিউটার ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। ময়মনসিংহ থেকে ইঞ্জিন আনা হচ্ছে। ইঞ্জিন এসে পৌঁছলে কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশে দেওয়ানগঞ্জ ছেড়ে যাবে।’