মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর
টঙ্গী ডেকোরেটর মালিক সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সামসু মিয়া গত ৭ অক্টোবর, সোমবার রাতে আউচপাড়াস্থ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না…. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ৪ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ৯ টায় আউচপাড়া বায়তুল আকরাম জামে মসজিদে প্রথম এবং সকাল ১০টায় পূর্ব আরিচপুর বায়তুল আমান জামে মসজিদে দ্বিতীয় জানাজা নামাজ শেষে মরহুমের লাশ বিসিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম সামসু মিয়া বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন পলাশ ও উত্তরা ইউনিভার্সিটির প্রভাষক অর্ক অপুর পিতা।
তাঁর মৃত্যুতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীসহ বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।