মোঃ মশিউর রহমান, টাংগাইল জেলা প্রতিনিধিঃ
টাংগাইলের ঘাটাইল উপজেলা ১ নং ইউনিয়নের ২ নং ওয়ার্ড করিমপুর পশ্চিমপাড়া সামন দিক থেকে যে রাস্তাটি হইছে সেটি বন্যার কারণে রাস্তার সামন দিয়ে ভেঙ্গে যায়, সেজন্য স্লাব বসানো হয়। এলাকাবাসীর অভিযোগ, স্লাব সম্পূর্ণ নির্মাণ না করেই স্লাবের কাজ শেষ দিয়েছে। মাত্র ১৫ দিনের মাথায় এই ব্রিজের দুই পাশে ভেঙ্গে যায়। পর্যাপ্ত বালি দেওয়া হয়নি বরং সিমেন্ট দিয়ে পাতলা আবরণ দিয়েছে যার দরুণ এখন এই পরণতি। ব্রিজের দুই পাশে ধ্বস নেমেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, কাজ সম্পন্ন না করেই ঠিকাদার তার বিল পাশ করে নিয়েছে। জেলার ইঞ্জিনিয়ারকে জানানোর পরেও এব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে কেউ কিছু বলতে গেলে তাকে নানা প্রকার ভয় ভীতি দেখায়।