1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছাতকের ইসলামপুর ইউনিয়নে কৃষকদলের নতুন কমিটি গঠন   ছাতকে উপজেলা ও পৌর খেলাফত মজলিসের উদ্যোগে কর্মী সমাবেশ  শেখ হাসিনা এবং তার দোসররা দেশের সম্পদ ও হাজার-হাজার কোটি টাকা লুঠ করে বিদেশে পাচার করেছে—সাবেক এমপি মিলন  রাজশাহী বিভাগীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন এর কার্ড বিতরণ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। সরিষাবাড়িতে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ানগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার  দৃষ্টিভ্রম নাকি অদৃষ্ট জামালপুরে শ্বাসরোধ করে  স্ত্রীকে হত্যা  স্বামীর মৃত্যুদন্ডাদেশ শিল্পকলা প্রতিযোগিতায় আবৃতিতে জেলার শ্রেষ্ঠ ছাতকের হৃদি তরফদার মৌলভীবাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ‘বিনা লাভের বাজারে’ ক্রেতাদের ভিড় ও মুখে হাসি

যমুনা সারকারখানার উৎপাদন বন্ধ গভীর ষড়যন্ত্র  ৯ মাসে লোকসান ৬ শ’ ৪৮ কোটি টাকা 

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক 
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন দেশের বৃহৎ দৈনিক ১৭শ’ মে.টন ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোং লিঃ (জেএফসিএল) -এ উৎপাদন বন্ধ একটি গভীর ষড়যন্ত্র। গ্যাস সংকটের অজুহাতে চলতি বছরের জানুয়ারী মাস থেকে অদ্যবধি পর্যন্ত সচল কারখানাটির উৎপাদন বন্ধ করে সরকার বিদেশ থেকে নিন্মমানের সার আমদানী করে সার কালোবাজারি একটি সিন্ডিকেটকে হাজার হাজার কোটি টাকার মালিক করে দিচ্ছে বলে সাম্প্রতিক একাধিক গণম্যাধমে কথা বলেছেন- জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। তিনি আরো বলেন- ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আ’লীগ সরকার পতনের পর আমরা যমুনা সার কারখানায় সব ধরনের চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি। বর্তমানে যমুনা সার কারখানা চাঁদাবাজ মুক্ত। তিনি আরো বলেন- সরকার বিদেশ থেকে নিন্মমানের ১ টন ইউরিয়া সার ৯০ হাজার টাকায় আমদানী করে ২৫ হাজার টাকায় ডিলারদের মাঝে সরবরাহ করছে। সরকার প্রতি টন সারে ভূর্তকি দিচ্ছে ৬৫ হাজার টাকা। এটা শুভঙ্করের ফাঁকি। সরকারের এই ভূর্তকি নামক ধোঁকাবাজির খেলা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে কারখানার উৎপাদন চালু করে জনমনে আস্থা অর্জনে সরকারের প্রতি জোর দাবীও জানান তিনি।
অনুসন্ধানে জানা যায়- স্থানীয় প্রভাবশালী দুর্নীতিবাজ আ’লীগ নেতাদের সেচ্ছাচারিতা, প্রতি বছর ওভারহোলিংয়ের নামে কোটি কোটি টাকা লুটপাট, কারখানা কর্তৃপক্ষের সাথে দুর্নীতিবাজ নেতাদের অসৎ আচরণ, গ্যাস সংকটের অজুহাত, কারখানায় কর্মরত কতিপয় অসৎ কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে মাসের পর মাস সচল কারখানাটির নিয়মিত উৎপাদন বন্ধ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক উর্ধ্বতন কর্মকতার সাথে কথা হলে তিনি জানান, গত জানুয়ারী মাসে গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ হওয়ার আগে দৈনিক ১২শ’ মে.টন সার উৎপাদন হতো। তিনি আরো বলেন- কোন রকম নোটিস ছাড়াই গ্যাস সংকটের অজুহাতে বিসিআইসি কর্তৃপক্ষের নির্দেশে কারখানার নিয়মিত উৎপাদন বন্ধ করে দেয়া হয়। এতে করে দীর্ঘ ৯ মাসে কারখানা কর্তৃপক্ষের লোকসান হয়েছে আনুমানিক ৬শ’ ৪৮ কোটি টাকা।
এ বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ্ মোহাম্মদ মসলেহ উদ্দিনের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি সাঁড়া দেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট