সেলিম মাহবুব,সিলেট:
বাংলাদেশ মণিপুরী সম্প্রদায়ের ঐতিবাহী সংগঠন মণিপুরী যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় নির্বাচনে সহ সভাপতি পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ছাতকের মিলন কুমার সিংহ। তার একমাত্র প্রতিদ্বন্ধি প্রার্থীকে ২৫ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি
বিজয়ী হন। শুক্রবার সকালে মৌলভীবাজার উপজেলার কমলগঞ্জস্থ মণিপুরী যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের মণিপুরী ভবন কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সমিতির ১৫০ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন ১৩৯ জন ভোটার। সহ সভাপতি পদে বিজয়ী মিলন কুমার সিংহ পেয়েছেন ৮২ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্ধি বীরেন্দ্র কুমার সিংহ পান ৫৭ ভোট। বীরেন্দ্র কুমার সিংহ কমলগঞ্জ উপজেলার ঘোড়ামারা গ্রামের ধনঞ্জয় সিংহের পুত্র। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কৃষ্ণ কুমার সিংহ এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনে ছিলেন চন্দ্র শেখর সিংহ ও নিখিল কুমার সিংহ। উৎসবমুখর পরিবেশে মণিপুরী যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় নির্বাচনে ভোটারদের স্বঃস্ফুর্ত উপস্থিতি ছিল লক্ষনীয়।
সহ সভাপতি পদে বিজয়ী মিলন কুমার সিংহ ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনিটিলা গ্রামের বাসিন্দা ফুলবাবু সিংহের পুত্র এবং বৃহত্তর পারুয়া পরগণার ছাতক উপজেলার ধনিটিলা শাখার যুব সমাজের নেতা মিলন কুমার সিংহ বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সংস্থার বর্তমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি ভারতের মনিপুরী সম্প্রদায়ের ইতিহাস ঐতিহ্য নিয়ে মুক্তি পাওয়া দুটি চলচিত্রে সফল অভিনেতা হিসেবেও ভারত-বাংলায় মনিপুরী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক খ্যাতি রয়েছে। নিজের অনুভুতি ব্যক্ত করতে গিয়ে মিলন সিংহ, মণিপুরী যুব কল্যাণ সমিতির সকল সদস্য ও কাউন্সিলর, আজীবন সদস্য সহ সবাই কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এ বিজয় তার নয়, সমিতির সকলের। জয়-পরাজয় মাথায় না রেখে তিনি প্রত্যেক শাখা কমিটি এবং সমিতির সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়েই কেন্দ্রীয় কমিটিতে কাজ করার প্রত্যাশায় তিনি সকলের আশির্বাদ প্রার্থনা করেন। ##