মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল (৪ অক্টোবর) বিকালে এরশাদ নগর এলাকায় ৪৯ নং ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধনের মাধ্যমে দলীয় কার্যক্রম শুরু করা হয়েছে।
এ সময় বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির প্রভাবশালী নেতা মো: কামরুল ইসলাম কামুর সভাপতিত্বে ও ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাবুল চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বড় ছেলে সরকার সাইফুল ইসলাম বিপ্লব,হাসান সরকারের পিএস জনি আহমেদ,মো.সেন্টু সরকার,সাবেক মহিলা কাউন্সিলর শিরিন শারমিন, ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মজিবুর রহমান মাষ্টার, বিএনপির নেতা সোহেল চৌধুরী, যুবনেতা আলাউদ্দিনসহ
৪৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন বিপুল সংখ্যক নেতাকর্মীরা। এ সময় কামরুল ইসলাম কামু বলেন, দীর্ঘদিন কারাভোগ করার পড়েও কিছু নব্ব বিএনপি ও দুষ্কৃতিকারীরা আমার সুনাম নষ্ট করতে আমাকে আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছেন। আমি দীর্ঘদিন কারাভোগ করেছি। কারাগারে থেকে কিভাবে আমি আওয়ামী লীগ করলাম। মিথ্যা এবং ষড়যন্ত্র মামলা দিয়ে আমাকে জেল খাটানো হয়েছে। আমি এরশাদনগর কে মাদকমুক্ত ও সন্ত্রাসী মুক্ত করতে চাই। আপনারা আমার সাথে থাকলে অবশ্যই আমার নেতা হাসান উদ্দিন সরকারের দিক নির্দেশনায় এই এরশাদ নগরে বিএনপিকে সুসংবদ্ধ করে আপনাদের সকলকেই সাথে নিয়ে কাজ করবো।