মোঃ মশিউর রহমান, টাংগাইল জেলা প্রতিনিধিঃ
শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার এই শ্লোগানকে কেন্দ্র করিয়া টাংগাইলের ঘাটাইল উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম স্যারের সভাপতিত্বে ৫ অক্টোবর শনিবার ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ঘাটাইল দাখিল মাদ্রাসার সুপার মোঃ আতিকুর রহমান, হামিদপুর ইসলামিয়া হাফিজিয়াফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষমোঃ আলী জিন্নাহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, পাকুটিয়া পাবলিক স্কুল এবং কলেজের অধ্যক্ষ জীবুননিছা(জেবু), মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুজ্জামান মিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম-সম্পাদক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলি, শিক্ষা অফিসারগণ।