জামালপুর প্রতিনিধি
জামালপুর শহরতলীর টিওবয়েল পাড় এলাকায় ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩জন নিহত ও আহত-১জন আহত হয়েছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল মোঃ আতিক শিক্ষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। সকাল ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় ত্রীমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এদের মধ্যে নিহত অটোচালক রোকন মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়া এলাকার মৃত জয়দর হোসেনের ছেলে ও শেখসাদি গ্রামের মৃত সোবহান আলীর পুত্র আব্দুল মালেক। এছাড়াও বেলটিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান। সে মেঘাপাড়া গ্রামের মৃত সোবহান আলীর পুত্র ও বেলটিয়া কামিল মাদরার মোহতামিমের দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা গেছে, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় এলাকায় কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলো অটোরিকশা। এ সময় পেছন থেকে জামালপুরমুখী আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনা স্থলেই নিহত হয় অটোরিকশা চালক রুকন। আর গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠনো হলে সেখানে মাদ্রাসা শিক্ষক মোস্তাফিজুর মৃত্যুবরণ করেন। এছাড়া আব্দুল মালেককে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, শহরের টিউবওয়েল পাড় মোড় এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। কয়েকদিন আগেও দূর্ঘটনায় পথচারীর মৃত্যুসহ একাধিক গুরুতর আহত হয়েছে। এখানে জরুরি ভিতিত্তে একটি গোলচত্বর অথবা স্পিডবেকার স্থাপন করে ট্রাফিকের দায়িত্ব পালন জরুরি পড়েছে। না হয় আরো প্রাণ ঝরবে নিমিষেই।