নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ীতে উপকার ভোগীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পন্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-এর তালিকাভুক্ত উপজেলার ৩৪ জন ডিলারের মাধ্যমে ২৮ হাজার ৫০ জন উপকারভোগিদের মাঝে প্রতি মাসে বিভিন্ন পয়েন্টে এ পন্য বিক্রি করা হয়।
এ সব পন্যের মাঝে ১০০ টাকা লিটার মূল্যে ২ লিটার তৈল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাউল ও ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাউল বিক্রি হচ্ছে।
মেসার্স এস এম ট্রেডার্স-এর ডিলার মোঃ মিন্টু মিয়া জানান, কেউ যাতে প্রতারিত না হয় সে জন্য প্রতিটি কার্ডধারির জাতীয় পরিচয় পত্রের সাথে মিল করে যাছাই বাছাই করে আমরা পন্য বিক্রি করছি। সুমন এন্টারপ্রাইজের রোদোয়ান আহমেদ জানান, আমরা কার্ড দেখতেছি মাল দিচ্ছি মালে কোন প্রকার পরিমানে কম দেয়া বা কারচুপি করা হচ্ছে না। মিলন এন্টারপ্রাইজের ডিলার সেলিম রেজা মিলন জানান, দুই লিটার তেল দুই কেজি ডাউল, ৫ কেজি চাউল এবং প্রতিটি ব্যাগের মূল্য হিসাবে ১০ টাকা সর্বমোট ৪৮০ টাকা প্যাকেজ মূল্যে মাল বিক্রি হচ্ছে। টিসিবি পন্য বিক্রয়ে তদারকির দায়িত্বে থাকা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রিফাত হোসেন জানান, পোগলদিঘা ইউনিয়নের তিনটি পয়েন্টে মাল বিতরণ হচ্ছে, মালের মজুদ সঠিক পাওয়া গেছে এবং সঠিকভাবে বিতরণ চলছে কোন প্রকার অনিয়মের অভিযোগ আমি পাইনি