ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি :
শান্তি শৃংখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানে ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নে আনসার-ভিডিপি’র ১০ দিনের গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার বওলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র তুলে দেন,উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম।
এই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার ইউপি চেয়ারম্যান মাহবুব আলম ডালিম ফুলপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার ইউপি সদস্য দেলোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্য প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেকে আত্মসাবলম্বী হিসাবে গড়ে তুলতে পারলে এ প্রশিক্ষন সার্থক হবে।এবং এই প্রশিক্ষণ লব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের করে গড়ে তুলতে অবদান রাখার আহ্বান জানান বক্তারা।
১০ দিন ব্যাপি এ অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণে নারী-পুরুষসহ মোট ৬৪ জনকে প্রশিক্ষণ দেয়া হয়।প্রশিক্ষণ চলাকালে সরকারি গুরুত্বপূর্ণ বিভাগের কর্মকর্তাগণ ভিডিপি সদস্যদের এ প্রশিক্ষণ প্রদান করেছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি মহিলা প্রশিক্ষক সুকেদা বেগম পুরুষ প্রশিক্ষক মোঃ আবদুর রহমান ইউনিয়ন দলনেতা রবিউল হক বাবু দলনেত্রী সুরাইয়া আক্তার সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।