1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছাতকে আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান গ্রেফতার ডোমার থানার এসআই-এর বিরুদ্ধে মৃত ব্যক্তির পরিবারের কাছে টাকা নেয়ার অভিযোগ ঢাকা টু সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন তাত বোর্ড শিক্ষার্থীরা। ডোমার মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগমের অপসারণের দাবীতে বিক্ষোভ ডোমারে ফ্রি মেডিকেল ক্যাম্পে: দুই শতাধিক অসহায় মানুষেরা পেল চিকিৎসা সেবা নেতার আশ্বাস ছাতকে শুরু “অপারেশন ডেভিল হান্ট” যুবলীগ নেতা গ্রেফতার ছাতকে থানা পুলিশের অভিযানে রাজনৈতিক মামলায় ১ জন ও সিআর মামলার ২ জন আসামী গ্রেফতার যমুনা সার কারখানা চালুতে অপেক্ষা শুধু গ্যাসের মাদক-জুয়া-চাঁদাবাজি-সন্ত্রাস, অর্থ ও নারী কেলেঙ্কারীর গড ফাদার দিগপাইতের কু-খ্যাত আ’লীগ নেতা মিজান চেয়ারম্যান

সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের উপর হামলা, আহত-৩

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদল নেতার নেতৃত্বে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারের উপর হামলা ঘটনায় ফরহাদ হোসেন, আসলাম আনোয়ার ও ফরহাদ শেখ নামের ৩ ব্যাক্তি আহত হয়েছেন। এসময় হামলাকারীরা ডিলারের ৯২ হাজার টাকা ছিনতায়ের অভিযোগ উঠেছে।
জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া খলিলের মোড়ে মঙ্গলবার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার খান এন্টারপ্রাইজের প্রোঃ ফরহাদ খান তার সহযোগীদের নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত উপকারভোগীদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করেন। চাল বিক্রির পর টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ভাটারা এলাকায় ইউনিয়ন যুবদল নেতা শাহ আলমের নেতৃত্বে ১০/১৫ জন লোক অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। এ সময় তার সহযোগিতায় এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে। এক পর্যায়ে ডিলারের হাতে থাকা চাল বিক্রির টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীদের হামলায় ভাটারা ইউনিয়নের রৌহা এলাকার মৃত আব্দুল হামিদ খানের ছেলে ফরহাদ হোসেন খান, মহিষাবাদুরিয়া এলাকার মৃত মজিদ তালুকদারের ছেলে আসলাম আনোয়ার ও আবদুল্লাহর ছেলে ফহাদ শেখ গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার ফরহাদ খান বলেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম মঙ্গলবার সকালে ২০ বস্তা চাউল দিতে বলে। আমি দিতে অস্বীকার করায় সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে চলে যায়। পরে দলবল নিয়ে এসে আমার উপর অতর্কিত হামলা করে মারধর করে। একপর্যায়ে চাল বিক্রির প্রায় ৯২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট