জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের মোহনপুর নয়াপাড়া গ্রামের গো-খাদ্য সংগ্রহ করতে গিয়ে নূর অালম (২২) নামের এক যুবক পানিতে ডুবে মারা গেছে। ওই যুবক মোহনপুর নয়াপাড়া গ্রামের লুৎফর রহমানের পুত্র।
জানা গেছে, প্রতিদিনের মতো আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গো-খাদ্যের জন্য ঘাস কাটতে নয়াপাড়া গ্রামের বেলবেলিয়া বিলে যায়। এ সময় ঘাস কাটা অবস্থায় সে পানিতে পড়ে নিখোঁজ হয়। বাড়িতে আসতে দেরি হবার কারণে পরিবারে লোকজন খুঁজতে থাকে। একপর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় নূর আলমকে দেখতে পায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
স্থানীয় যুবক জাহাঙ্গীর আলম বলেন, প্রতিদিনের মতো আজ দুপুরে নূর আলম বেলবেলিয়া বিলে যায় গো-খাদ্য সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার শেষে বাড়ি নিয়ে রাতে দাফন কাজ সম্পন্ন করেছেন। তবে এ ঘটনায় পুলিশে কোন অভিযোগ করা হয়নি বলেও জানান জাহাঙ্গীর আলম।