নিজস্ব প্রতিবেদক।।
সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে বসবাসকারী একমাত্র সংখ্যালঘু পরিবারের সদস্য কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মম’র বাড়ী-ঘর ভাংচুর, লুটপাট ও জ্বালিয়ে দিয়ে ভারতে পাঠানোর হুমকি দিয়েছে স্বপন তালুকদার গং। গতকাল দুপুরের দিকে ভূমিখেকো সন্ত্রাসী নুরুজ্জামান তালুকদার বাবুর ছোট ভাই বালুখেকো শামীম তালুকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী লোকজন পরিবারটিকে হুমকি-ধমকি দিয়ে জোরপূর্বক সংখ্যালঘু পরিবারটির জায়গা-জমিতে কয়েকটি কলাগাছ রোপন করে। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসীরা সংখ্যালঘু পরিবারটির বাড়ী-ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করে জ্বালিয়ে পুড়িয়ে ভারতে পাঠানোর হুমকি দেয়।
সংখ্যালঘু ওই পরিবারের সদস্য কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মম জানান, গতকাল সোমবার ভূমিখেকো সন্ত্রাসী স্বপন তালুকদার গংরা আমার পরিবারটিকে উচ্ছেদের হীন প্রচেষ্টায় অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ী-ঘর ভাংচুর, লুটপাট ও অগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভারতে পাঠানোর হুমকি দিয়েছে। সেই সাথে সন্ত্রাসীরা আমার জায়গা-জমিতে জোরপূর্বক কয়েকটি কলাগাছ রোপন করেছে। এ ব্যাপারে আমি সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। তিনি আরো বলেন- সাম্প্রতিক ওই সন্ত্রাসীরা আমার ওই জায়গা থেকে ৫/৭ গাছ জোরপূর্বক কেটে নিলে আমি সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিই। সেই আলোকে বিজ্ঞ আদালত আগামী ২৬/০৯/২৪ তারিখে উভয়পক্ষকে আদালতে হাজির হবার জন্য সমন জারী করেছেন।
সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়ার সাথে কথা হলে তিনি জানান, সংখ্যালঘু পরিবারের বাড়ী-ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ভারতে পাঠানোর হুমকি ও সংখ্যালঘু পরিবারের জায়গা-জমিতে কয়েকটি কলাগাছ লাগানো হয়েছে মর্মে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তিনি আরো বলেন- এ ব্যাপারে দ্রত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।