গোলাম মোস্তফা নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট এসোসিয়েশন – বিএফইউজে’র সভাপতি, সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রুহুল আমিন গাজীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, সাংবাদিক হিসাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, পতাকা – মানচিত্র, গণতন্ত্র রক্ষার সংগ্রামে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ।
তারা বলেন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আমৃত্যু কাজ করেছেন যা সাংবাদিক সমাজ শ্রদ্ধার সাথে স্মরণ করবে।