সেলিম মাহবুব,সিলেট:
দোয়ারাবাজার সীমান্ত থেকে দু’দিনের পৃথক অভিযানে ইলিশ ও মহিষ সহ ৩৪ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল আটক করা হয়েছে। সীমান্ত রক্ষী বিজিবির বিশেষ অভিযানে শুক্র ও শনিবার সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্ধ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিজিবির টহলদল ভোরে উপজোর বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচার করার সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্ধ করেন। জব্ধকৃত ইলিশের বাজার মূল্য নির্ধারন করা হয়েছে ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা। এদিকে শুক্রবার ভোরে কুশউড়া নামক স্থান থেকে ভারত থেকে আনা ৫টি মহিষ এবং ভারতে পাচারের জন্য রাখা ৩০০ কিলোগ্রাম শিং মাছ জব্ধ করেছেন বিজিবি জওয়ানরা। জব্ধকৃত মহিষ ও শিং মাছের মূল্য ধরা হয়েছে ১২ লাখ টাকা। সিলেট ৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্ধকৃত মালামাল কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলামে বিক্রি হবে।##