জামালপুর প্রতিনিধি
জামালপুরে চার উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে সেতু নির্মানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চান্দের হাওড়া গ্রামের আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জামালপুর সদর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার বিভিন্ন গ্রামের দুই শতাধিক বাসিন্দা এবং সাধারন শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল্লাহ , এলাকাবাসীর পক্ষ থেকে ওহাব আলী টিকাদার , হুমায়ুন আহমেদ , সাখাওয়াত হোসাইন জনি ও ফজলুল হক জিহাদসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন-মেষ্টা ইউনিয়নের চান্দের হাওড়া গ্রামের ঝিনাই নদীর উপরে নৌকা দিয়ে চলাচল করে চার উপজেলার ৩ লাখ মানুষ। এছাড়াও একটি উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে এই নদী দিয়ে।একটি সেতুর অভাবে বর্ষা ও শুকনো মৌসুমে প্রতিনিয়ত দূর্ভোগে পড়তে হয় চলাচলকারীদের। এছাড়াও মাঝে মধ্যে ঘটে নানা দূর্ঘটনা। দূর্ভোগ ও দূর্ঘটনা থেকে রক্ষা পেতে ঝিনাই নদীর উপর একটি সেতু নির্মানের দাবি স্থানীয়দের।