রাজশাহী জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা তুষার ঃ
দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধনপুর ওয়ার্ড শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বর্ধনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী-৫ (দুর্গাপুর- পুঠিয়া) আসনের সাবেক এমপি এ্যাডঃ নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা বিস্ময়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি বা অন্যায় করে থাকে তবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স।
তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
দুর্গাপুরের সাধারন মানুষ যে ভালোবাসা আমার বাবাকে দিয়েছেন সেই ভালোবাসার মূল্য আমি দুর্গাপুর উপজেলাবাসীকে দেওয়ার চেষ্টা করবো। আপনারাা যদি আমার পাশে থাকেন আমি আগামীতে আমার বাবার রেখে যাওয়া অসর্ম্পন কাজ সর্ম্পন করবো ইনশাল্লাহ।
রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক হারুনঅর রশিদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বর্ধনপুর ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান।
অন্যদের মধ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আব্দুস সাত্তার, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পানাগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খাঁন, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইসরাফিল সহ দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া মাহফিলে সাবেক এমপি এ্যাডঃ নাদিম মোস্তফাসহ ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।#