নিজস্ব প্রতিবেদক।
ঐতিহ্যবাহী পিংনা সুজাত আলী ডিগ্রী কলেজে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ৩০ টি হাতলওয়ালা গদির চেয়ার ও ৮টি কাঠের সেক্রেটারিয়াল টেবিল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন শিল্প কর্পোরেশন। বৃহস্পতিবার সকালে কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ ৩০টি চেয়ার ও ৮টি টেবিল গ্রহন করেছেন।
পিংনা সুজাত আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ জানান, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ৩০টি চেয়ার ও ৮টি টেবিল পেয়ে আমরা অনেক খুশি ও আনন্দিত হয়েছি। তিনি আরো বলেন-এসব চেয়ার টেবিল শিক্ষক স্টাফ রুমে ব্যবহার করা কবে।