জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউপির সদস্য আছান মেম্বার হত্যা মামলার আসামি লাইজু (৩০)কে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরন করা হয়েছে। র্যাবের যৌথ অভিযানে গাজীপুর সদরের সালনা বাজারের পাকিস্তানী গার্মেন্টস এলাকা থেকে লাইজুকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যার স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম। গ্রেপ্তারকৃত লাইজু লক্ষ্মীরচর ইউপির মোস্তফার পুত্র।
র্যাব দুপুরে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে জানান, ঘটনার দিন ৩১ আগস্ট জমি নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীর চর ইউনিয়নের রায়ের চর মোল্লাপাড়ার মুসলিম মেলেটারীর বাড়ির পাশে পৌছা মাত্রই লাইজুসহ অন্যান্যরা আছান মেম্বারকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শিল্পী বেগম (৫২) বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। (যার মামলা নং-৪/৫৩৯, তারিখ-০২/০৯/২০২৪ইং, ধারা-১৪৩/১৪৮/৩০২/১১৪/৩৪ পেনাল কোড।)
এদিকে মামলা দায়েরের পর থেকে সকল আসামিরা আত্মগোপনে চলে যায়। নেক্কারজনক এ ঘটনার পর বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানীর কোম্পানি কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামসহ র্যাবের একটি দল ও র্যাব-১ যৌথ অভিযানে ১৬ সেপ্টেম্বর রাত সোয়া নয়টার দিকে গাজীপুরের সালনা বাজারের পাকিস্তানী গার্মেন্টস এলাকা হতে লাইজুকে গ্রেফতার করা হয়।
স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামি লাইজুকে আজ দুপুরে জামালপুর সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।