নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত মৌলভীবাজারের ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ”কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪” এর শুভ উদ্বোধন হয়েছে। রবিবার জেলা কার্যালয়ে বৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা সাকিব রায়হান।
এতে আরো উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের জেলা চেয়ারম্যান হাফেজ আলম হোসাইন, জেলা ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, জেলা উপদেষ্টা সদস্য ফরিদ উদ্দিন, আব্দুল মোহিত মুর্শেদ, শিবলু আহমদ সহ অন্যান্য স্কুল প্রতিনিধিবৃন্দরা।
মৌলভীবাজারের সর্ববৃহৎ বৃত্তি কার্যক্রম “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪” আগামী ২ নভেম্বর ২০২৪ এ অনুষ্ঠিত হবে। এতে মৌলভীবাজার জেলার যেকোনো স্কুল ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। রেজিষ্ট্রেশন চলবে ১৫ অক্টোবর ২০২৪ পর্যন্ত। রেজিষ্ট্রেশন করা যাবে অফলাইন (উপজেলা প্রতিনিধি) মাধ্যমেই।
যোগাযোগের ঠিকানা:- জেলা সদর প্রতিনিধি-01760342710, 01765516588_শ্রীমঙ্গল উপজেলা-01710685359, 01762116991_কমলগঞ্জ উপজেলা-01747721199, 01813739163_কুলাউড়া উপজেলা-01775208524, 01613083064, 01715903567_জুড়ী উপজেলা-01760565420, 01631977304, 01319399378_বড়লেখা উপজেলা-01792302557, 01749929285, 01710618652, 01869294929, 01825170864,।