কামরুল হাসান:
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়ন পরিষদ পরিচালনায় নতুন কর্ণধার প্যানেল চেয়ারম্যান-১ শফিকুল ইসলাম (সোহাগ)।
জেলা প্রশাসক শফিউর রহমানের গত ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে স্বাক্ষরিত পত্র যার স্মারক নং: ০৫.৪৫.৩৯০০.০১৪.৩৩.০০৪.২৩-৪০৮ মোতাবেক জানা যায়, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার, জামালপুর সদর এর গত ২১ আগস্ট ২০২৪ তারিখের স্মারক নং ০৫.৪৫.৩৯৩৬.০০৩.৩১.০০২.২৪-১১২৫ মোতাবেক জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান, গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ হতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান-১ লুৎফর রহমানকে অনুরোধ করা হলে তার শারীরিক অসুস্থতার কারণে প্যানেল চেয়ারম্যান-১ এর দায়িত্ব হতে অব্যাহতি চেয়ে আবেদন দাখিল করেছেন। পরবর্তীতে উদ্ভ‚ত পরিস্থিতিতে উক্ত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য/সদস্যাগণের জরুরী সভার কার্যপত্রানুযায়ী শফিকুল ইসলাম (সোহাগ) প্যানেল চেয়ারম্যান-১ কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করার জন্য সুপারিশসহ পত্র প্রেরণ করেন।
পত্রে বর্ণিত চেয়ারম্যান ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকায় জনসেবা বিঘিœত হচ্ছে। অর্থাৎ স্বাভাবিক কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য গত ১৯ আগস্ট ২০২৪ তারিখের স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা এর স্মারক নং ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ মোতাবেক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৩, ১০১ ও ১০২ অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ শফিকুল ইসলাম (সোহাগ) কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।