স্টাফ রিপোর্টার
সব সময়ের মত দেশের দুর্যোগপূর্ণ অবস্থায় বন্যাকবলিত এলাকায় ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছে যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার স্বজনরা।গতাকাল (১৩ সেপ্টেম্বর) শুক্রবার দিনব্যাপী বন্যাদুর্গত এলাকায় মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী ও ফ্রি মেডিকেল ক্যাম্প মাধ্যমে ওষুধ বিতরণ নিয়ে ছুটে যান স্বজনরা।
সকাল থেকে ফেনীর পরশুরাম উপজেলার মধ্যম মালী পাথর অচিম উদ্দিন ভূঁইয়া বাড়িতে মানুষের মাঝে ত্রান বিতরণ ছাড়াও প্রাথমিক চিকিৎসা যাবতীয় ঔষধের ব্যবস্থা প্রদান করা হয়।
এর মধ্যে প্রতি প্যাকেটে চাল, ডাল, পেঁয়াজ, তেল, স্যালাইন, শিশুখাদ্য বিস্কুট, স্যানিটারি ন্যাপকিন, লবণ, সাবান, কাপড় চোপড়সহ বিভিন্ন পরিবারের কাছে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেন স্বজনরা।এ সময় শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এসব সহায়তায় শুরু থেকে নেতৃত্ব দিয়েছেন যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি, বন্যা দুর্গত উপ-কমিটির সমন্বয়ক মাহবুবুর রহমান জিলানী, সুমি খাতুন, জিমা সিকদার।সার্বিক সহযোগিতা ছিলেন স্বজন রাজিবুল ইসলাম রাজিব, মোস্তফা কামালুর রশিদ,আল ইমরান মাসুম, নাহিদা ইসলাম ইয়াসমিন, জেসমিন কেয়া, মনিরুজ্জামান বুলবুল, ইউসুফ, সাকিব সিকদার, জুয়েল ভূঁইয়া, রায়হান, মানিক, রুবেল, সমুদ্র, বাবু, স্বপন প্রমুখ।
এ ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে সাত রং, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী সরকারি কলেজ, সাংবাদিক সৈয়দ আতিক, আল সাফা ল্যাবরেটরীজ,কুমুদিনী ফার্মা লিঃ, মায়ের দোয়া রিয়েল এস্টের কর্ণধার হাসিবুল হাসান রনি, গাছা যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আব্দুল্লাহ আল মামুন মন্ডল, ছাত্রদল নেতা সরকার সৌমিক, ডাঃ শরীফ হোসাইন।