স্টাফ রিপোর্টার :
টংগী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে প্রতিষ্ঠাতা সৈয়দ আতিকের পিতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সাইদুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টংগীতে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টংগী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গনে সাংবাদিক সৈয়দ আতিক এর সভাপতিত্বে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, শেকানুল ইসলাম শাহী, আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, মাওলানা মাহমুদুল হাসান ফরিদী, মাওলানা তাজুল ইসলাম ফারুকী, মাওলানা সাইফুল ইসলাম, আলহাজ্ব ইউসুফ পাঠান, মাহাবুবুল আলম, রয়েল হায়দার, খান মোহাস্মদ ইয়াকুব আলী, নাজমুল আলম মন্ডল, মোতাহার হোসেন মাস্টার, আব্দুর রশিদ ভূইয়া, আব্দুস সালাম, সেনসি আব্দুল্লা আল মামুন, আবু তাহের মাস্টার প্রমুখ।
উল্লেখ্য, আলহাজ্ব সাইদুর রহমান ৮২ বছর বয়সে গত বছর ১৩ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারনে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।
##