নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ৫নং পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ওরফে ( বাংলার বাবু)র বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার ও ঘটনা স্থলে গিয়ে জানাযায়, ১২/৯/২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার আনুমানিক রাত সারে ৩ টার সময় পিংনায়স্থ আব্দুস সালাম বাবুর নাম ধরে ডাকতে থাকে, বলতে থাকে থানা থেকে এসেছি তার নামে ওয়ারেন্ট আছে। বাড়ীর ভিতরে থেকে কোন সারা না পেয়ে একপর্যায়ে ডাকাত দল বাড়ীর নিরাপত্তা পাচীর টপকে বাড়ীর ভিতরে প্রবেশ করে এবং মেইন গেটের তালা ভেঙে ফেলে,। বসত ঘরের বারান্দায় লাগানো তালাও ভেঙে ফেলে। বারান্দায় ডুকে ঘরের দরজা খুলতে বলে আমরা থানা থেকে এসেছি। আব্দুস সালাম বাবুর স্ত্রী শাহানা বেগম (৪৫) প্রতিনিধিকে জানান আমি দরজা খোলার সাথে সাথে ৬/৭ জন সংঘ্যবদ্ধ ডাকাত দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে ঘরে প্রবেশ করে। , প্রথমে আমার ছেলে শিহাব ( ১৮) কে হাত, পা, চোখ, মুখ বেধে মেজেতে ফেলে রাখে। পাশের রুমে থাকা আগত মেহমান ভাগ্নী শামীমা আক্তার লতা (৩২) কে চোখ মুখ বেধে ফেলে,আমাকেও অস্ত্রের মুখে জিম্মি করে রাখে মেরে ফেলার হুমকি দেয় জানতে চায় কোথায় কি আছে।
ডাকাল দল ঘরের বিভিন্ন স্থানে আলমারি শোকেজ ভাংচুর করে নগদ ৬ ছয় লক্ষ টাকা আমার ননদ পারভীন আক্তারের রেখে যাওয়া ১৫ ভরি স্বর্ণের গহনা আমার নিজস্ব ৫/৬ ভরি স্বর্ণের অলঙ্কার সহ দামী কাপড় চোপর নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডাকাতির ঘটনার খবর পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ ঝোটন কুমার বর্মন , এস আই সাইফুল ও ২ জন সিপাহি সহ ঘটনা স্থল পরিদর্শন করেন। বাবুর বাড়িতে ডাকাতির খবর পেয়ে পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান নাজু বিএনপি নেতা হানিফ উদ্দিন সহ বেশ কয়েক জন নেতৃবৃন্দ ঘটনা স্থল পরিদর্শন করে এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেন।
ডাকাতির ঘটনার বিষয়ে পিংনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা: নজরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি জানান ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ছিলাম খুবই দুঃখ জনক ঘটনা আমি এ ঘটনার তীব্র নিন্দা ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানাচ্ছি।
ডাকাতির ঘটনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে জানতে চাইলে ভুক্তভোগী পরিবার আব্দুস সালাম বাবুর স্ত্রী শাহানা বেগম বলেন ২১ভরি স্বর্ণের গহনার দাম আনুমানিক ২১ লক্ষ টাকা ও নগদ ৬ লক্ষ টাকা সহ ২৭/২৮ লক্ষ টাকা নিয়ে গেছে ডাকাতদল।
পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ওরফে (বাংলার বাবুর) বাড়িতে ডাকাতির ঘটনা সম্পর্কে জানতে চাইলে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান এ বিষয়ে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে লিখিত অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।