মামলার বিবরণে বলা হয়, ২০২১ সালের ৫ ডিসেম্বর রাত ৮টায় বাদী অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে ডা. মুরাদ হাসান ও Pansiyana (পানসিয়ানা) নামক ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজের মালিক নাহিদ হেলালের একটি ভিডিও দেখতে পায়। যেখানে মুরাদ ও নাহিদকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং জাইমা রহমানের খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশে অশ্লীল-কুরুচিপূর্ণ কথা বলতে দেখা যায়।এরকম অশালীন কুরুচিপূর্ণ মানহানিকর বক্তব্য দিয়ে আসামিরা জনগণের মনে ব্যাপক ঘৃণা ও উসকানি দিয়ে তাদের মানহানি ঘটিয়ে প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছে। আসামিরা জাইমা রহমান ও তারেক রহমানের মানহানির অসৎ উদ্দেশ্যে মিথ্যাচার, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মী হওয়ায় তার নেতা ও নেতার মেয়ের নামে মিথ্যা, বানোয়াট, অশ্লীল, সুনাম নষ্টকারী ও কুরুচিপূর্ণ বক্তব্য শুনে ব্যথিত, মর্মাহত ও সংক্ষুব্ধ হয়েছেন বলে মামলার আবেদনে বলা হয়েছে। মামলা আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারের আদেশ চাওয়া হয়েছে।একই দিনে একই আদালতে অপর এক হত্যা মামলায় মুরাদসহ ৯ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জামালপুর সংবাদ ২৪. কমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মুরাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। সরিষাবাড়ী থানার পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত