1. news@www.dailyjamalpursangbad24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেলান্দহে জমি নিয়ে বিরোধে, খুটির সাথে বেধে মালামাল লুট ও গাছ কেটে নেওয়ার অভিযোগ  সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি-আজিম উদ্দিন ও সাধারন সম্পাদক-শামীম তালুকদার এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শ্রীমঙ্গলে মসজিদের ফ্লোর ভাঙ্গা থেকে অজগর সাপ উদ্ধার নরসিংদীর কামারগাও এরশাদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা। ছাতকে আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান গ্রেফতার ডোমার থানার এসআই-এর বিরুদ্ধে মৃত ব্যক্তির পরিবারের কাছে টাকা নেয়ার অভিযোগ ঢাকা টু সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন তাত বোর্ড শিক্ষার্থীরা। ডোমার মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগমের অপসারণের দাবীতে বিক্ষোভ ডোমারে ফ্রি মেডিকেল ক্যাম্পে: দুই শতাধিক অসহায় মানুষেরা পেল চিকিৎসা সেবা

মাদ্রাসা শিক্ষকের বিচারের দাবীতে চিলাহাটিতে মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত

দৈনিক জামালপুর সংবাদ ২৪
  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

 

মোঃরিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক ইলিয়াসের বিচারের দাবীতে মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ মাদ্রাসা সংস্কারের যৌক্তিক দাবী মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করায় শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন শিক্ষক ইলিয়াস।

রবিবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ছাত্র নির্যাতনকারী শিক্ষক ইলিয়াসের বিচার দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদ্রসার পাঁচ শতাধিক শিক্ষার্থী সহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালীন সময়ে প্রায় ঘন্টা খানেক সময় যানবাহন চলাচল বন্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, ওই মাদ্রাসার ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান, আলিম ১ম বর্ষের ছাত্র মো. তুহিন, প্রাক্ত ছাত্র আবুল কালাম আজাদ, মাহমুদ হোসেন রতন, অভিভাবক সাজ্জাদ হোসেন, রকিব হোসেন রন, বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য ইসরাফিল ইসলাম ডন, শরীফ বিল্লাহ প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, গত ২৮ আগস্ট মাদ্রাসায় ছাত্রসংসদ প্রতিষ্ঠা,শিক্ষার যথাযথ পরিবেশ নিশ্চিত,শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত,শ্রেণিকক্ষে শিক্ষকদের নিয়মিত পাঠদান নিশ্চিত, নির্ধারিত সময়ের পাঠদান, অতিরিক্ত ফি ধার্য্য না করা, শিক্ষকদের সদাচরণ নিশ্চিত ,ক্লাস চলাকালীন বহিরাগত প্রবেশ বন্ধ,ইসলামি সাংস্কৃতিক চর্চার দাবী পেশ করেন শিক্ষার্থীরা। উক্ত দাবী সমূহ নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কথা বলার সময় আমাদের জঙ্গি বলেছে শিক্ষক ইলিয়াস।

শিক্ষার্থীরা আরো জানান, মাদ্রাসার নিজস্ব প্রায় ৩৫ বিঘা জমি ও অন্যান্য সম্পত্তি রয়েছে। সেগুলো থেকে প্রতি বছর ১৮ থেকে ২০ লক্ষ টাকা আয় আয় হয়। কিন্তু এতো আয় থাকা সত্বেও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান সংস্কারে মাদ্রাসা কর্তৃপক্ষের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। আগামী তিন দিনের মধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষক ইলিয়াসের ন্যায্য বিচার না করলে শিক্ষার্থীরা শিক্ষক ইলিয়াসকে সহ তার সহযোগীদের পদত্যাগের এক দফা নিয়ে আন্দোলন শুরু হবে বলে তারা জানান।

এ বিষয়ে চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের সাথে মোবাইল ফোনে কথা হলে সাংবাদিক পরিচয় শুনে তিনি কলটি কেটে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© দৈনিক জামালপুর সংবাদ ২৪
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট