মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে সুপার স্টার কোম্পানির ব্যবসায়িক সম্পর্ক ও দক্ষতা উন্নয়নের লক্ষে ইলেকট্রিশিয়ানদের দক্ষতা উন্নয়ন ওয়ার্কশপ ও ট্রেনিং এর আয়োজন করা হয়। গতকাল(৯ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী বাজার বন্ধন কমিউনিটি সেন্টার এ আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফোর্ম গ্রুপের সেলস ম্যানেজার মো. শফিকুল ইসলাম শিপন ,পাওয়ার গ্রুপের এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. রবিউল ইসলাম, ব্রাইট গ্রুপের ডিডিশনাল ম্যানেজার মো. হেলাল মজুমদার, ডিলাক্স গ্রুপের ডিডিশনাল সেলস ম্যানেজার মো. কামরুজ্জামান, ব্যবসায়িক পার্টনার পাওয়া, ব্রাইট, ডিলাক্স গ্রুপের টঙ্গী এরিয়ার ডিলার রায়হান দেওয়ান রিপন,ফোর্ম গ্রুপের পরিবেশক জিয়াউর রহমান জুয়েল,বিজনেস ডেভেলপমেন্ট ক্যাবল ম্যানেজার মো. শাকিল রায়হান, ট্রেইনার ডিএম সাইফুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন সকল গ্রুপের রিজিওনাল সেলস ম্যানেজার, ফিল্ড অফিসার এবং অত্র এরিয়ার সকল ইলেকট্রশিয়ানরা। এ সময় ইলেকট্রশিয়ানদের ট্রেনারদের মাধ্যমে অফিস ও বাসা বাড়িতে ওয়্যারিং ও ব্যবহৃত সরঞ্জামের বিষয় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে সকলের মাঝে সার্টিফিকেট প্রদান, টি সার্ট, ইলেকট্রিশিয়ানদের ব্যাগ, রাফেল ড্র এর পুরষ্কার এবং দুপুরে খাবার দেওয়া হয়েছে।