মোঃরিমন চৌধুরী নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। অফিস উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে ডোমার বাটার মোড় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক সমাবেশে মিলিত হয়।
এ সময় ডোমার উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, সহ সভাপতি প্রভাষক জাহিদুল ইসলাম, সেক্রেটারি হোসাইন আহমেদ শাহ, ডোমার উপজেলার প্রধান উপদেষ্টা খন্দকার আহমাদুল হক মানিক প্রমুখ।