সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে আগামী সারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে মন্ডোলীভোগস্হ শ্রী শ্রী চৈতন্য সংঘ সার্বজনীন দূর্গাপুজা উদযাপন কমিটি ২০২৪ ইংরেজির জন্য নতুন একটি
কমিটি ঘোষনা করা হয়। শনিবার রাতে ছাতক শহরের লোকনাথ আশ্রমে নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা বিগত কমিটির সভাপতি লিটন ঘোষের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অমরেশ সরকার সঞ্জুর পরিচালনায় অনুষ্টিত হয়।
সভায় নতুন কমিটি সভাপতি শ্রীঃ হরি ঘোষ ও সাধারন সম্পাদক দেবব্রত দাস দেব এবং সাংগঠনিক সম্পাদক পল্লব চন্দ, তরুপ দেবকে কোষাধ্যক্ষ করে ৯৩ সদস্য বিশিষ্ট সারদীয় দুগোর্সব কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন সভায় এসময় অরুণ অধিকারি, অনুকুল সরকার, বিশ্বজিৎ রায়, নিটু ঘোষ, ঝলক দাসসহ প্রমুখ উপস্হিত ছিলেন।##