সেলিম মাহবুব,সিলেট:
ছাতকের প্রাচীনতম সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউ আখড়া পরিচালনায় নতুন কমিটি গঠন করা হয়েছে। ৩ বছর মেয়াদী গঠিত এ কমিটিতে টানা ২য় বারের মতো সভাপতি পদে এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য এবং সাধারণ সম্পাদক পদে চম্পু দত্তকে দায়িত্ব দেয়া হয়েছে। বিগত কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় চলতি বছরের ১২ মে, ২৮ জুলাই এবং ১০ আগষ্ট মহাপ্রভুর আখড়া প্রাঙ্গনে পৃথক বৈঠকে উপস্থিত উপদেষ্টামন্ডলী সহ সকলের সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য এড.পীযুষ ভট্টাচার্য্যকে সভাপতি, চম্পু দত্তকে সাধারণ সম্পাদক, সৌরভ দাসকে সাংগঠনিক সম্পাদক ও গনেশ পোদ্দারকে অর্থ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউ আখড়া পরিচালনায় একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য হলেন, সিনিয়র সহ সভাপতি প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, সহ সভাপতি বাবুল পাল, হরি ঘোষ, গোবিন্দ ঘোষ, বিকাশ রায়, বিকাশ সাহা, সহ সাধারন সম্পাদক অমর দেবনাথ, কালীদাস পোদ্দার, রাজন দাস, জোতিশ দাস, মহিলা সম্পাদক অনামিকা দে শিখা, সাংস্কৃতিক সম্পাদক কার্তিক লাল রায়, সহ সাংস্কৃতিক সম্পাদক গোবিন্দ পাল, প্রচার সম্পাদক মিটন লাল রায়, দপ্তর সম্পাদক সঞ্জয় কর, সদস্য মনজিত ঘোষ, নিশন গোস্বামী, লিটন ঘোষ, শাওন কুন্ড, সুজিত পাল ভুলু, সাগর দাস টিটু, তপন পাল ও রাজু দে। উপদেষ্টামন্ডলীসহ সাধারন ভক্তবৃন্দের উপস্থিতিতে এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার প্যানেল মেয়র, ৭ নং ওর্য়াড কাউন্সিলর তাপস চৌধুরী।##