মোঃ রুবেল বিশেষ প্রতিনিধি
বাংলাদেশের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফটিকছড়ি এলাকায় বন্যার্তদের মাঝে তিন দিন ব্যাপি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সৃষ্টি ফাউন্ডেশন।
৩০ আগস্ট (শুক্রবার) ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকার বন্যা দূর্গত কর্মহীন ৪৩৫ পরিবারের মধ্যে সৃষ্টি ফাউন্ডেশন এর পক্ষথেকে উপহার সামগ্রী(খাদ্য দ্রব্য)বিতরণ কর্মসূচী: পালন করেন,
এসময় সংগঠনের সভাপতি লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল বলেন, ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সৃষ্টি ফাউন্ডেশন বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে মানুষের পাশে থেকে সমাজের উন্নতি সাধনে কাজ করে যাচ্ছে, আপনাদের দোয়া /আশির্বাদ ও ভালোবাসায় আগামীতেও কাজ করে যাব।
এসময় আরো উপস্থিত ছিলেন, সমবায় পরিদর্শক মোহাম্মদ আবদুল মান্নান, হারুয়ালছড়ি ইউনিয়ন ইউপি সদস্য কাজী মোহাম্মদ শাহজাহান,সংগঠনের উপদেষ্টা বাবু পরিতোষ বড়ুয়া, সহ সভাপতি বাবু অজিত ধর, সাধারণ সম্পাদক বাবু নয়ন নাথ, সাংগঠনিক সম্পাদক মো সাইফুল ইসলাম, সদস্য মিসেস রাজ্যশ্রী বড়ুয়া, বাবু অমল বড়ুয়া, বাবু বিজিত বড়ুয়া, মো রবিউল হোসেন, আব্দুল রহিম, মো: তৌহিদ, বাবু বিপ্লব বড়ুয়া, বাবু সিপন নাথ, বাবু ছোটন কান্তি নাথ, বাবু অয়ন শাহা, মিসেস অঞ্জনা বড়ুয়া, মো সুমন, বাবু সবুজ বড়ুয়া, মো নওশাদ হোসেন, যীশু বড়ুয়া প্রমূখ।