মোঃরিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে গত ৮ই মে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম ধাপের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় ফলাফল কক্ষে অতর্কিত ভাবে হামলা ও ভাংচুরের
ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী ফারুক হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা ৫ থেকে ৭শত জনকে আসামি করে ডোমার থানায় (৯মে) সোমবার একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং-৭।
সেই মামলায় ডোমার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু সহ ছয় জনকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশের একটি অভিযানকারী দল।
( ১২মে) রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানা পুলিশের অভিযানকারী দলটি রাত আনুমানিক আড়াই ঘটিকার সময় ময়নুল হক মনুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এর আগে এই মামলায় আরও ৫ জন আসামীকে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেন বিঞ্জ আদালত।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পৌর এলাকার চিকনমাটি ধনিপাড়ার ৬নং ওয়ার্ডের মৃত আব্দুল হকের ছেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু (৫৪) ছোট রাউতা ফরেস্ট পাড়া এলাকার মৃত হামিদুল ইসলামের ছেলে আবু সুফিয়ান (৪০), সদর ইউনিয়নের বড় রাউতা থানাপাড়া এলাকার হায়দার আলীর ছেলে রাকিউল ইসলাম (৪০) চিলাই পাগলা বাজার এলাকার মৃত নুরুল হকের ছেলে মোঃ দুলু (৩৮) পশ্চিম বোড়াগাড়ি স্কুলপাড়া এলাকার আনছার আলীর ছেলে রিমুন ইসলাম (২৪) ও পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলাপাঙ্গা এলাকার আফজাল হোসেনের ছেলে হারুন অর রশিদ(৩০)
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডোমার থান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মহসীন আলী বলেন, রবিবার সকালে গ্রেফতারকৃত ময়নুল হক মনুকে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন এই ভাঙচুরের মামলার তদন্ত চলছে এখানে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়। তাই ভয়ে আতঙ্কে থাকার কোন প্রয়োজন নাই। যারা প্রকৃত দোষী শুধুমাত্র তাদেরকেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।